কালী পূজা, যা শ্যামা পূজা নামেও পরিচিত, হিন্দুধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভক্তরা শুদ্ধাচারে, স্নান সেরে পরিষ্কার বস্ত্রে মায়ের সামনে বিভিন্ন মন্ত্র পাঠ করে থাকেন। এখানে পূজার প্রয়োজনীয় সকল মন্ত্র বিস্তারিতভাবে দেওয়া হলো।
আচমন ও বিষ্ণু স্মরণ (শুদ্ধিকরণ)
১. আচমন মন্ত্র
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
ওঁ তদ বিষ্ণুঃ পরমং পদম্। সদা পশ্যন্তি সুরয়ঃ, দিবীব চক্ষুরাততম্।
২. বিষ্ণু স্মরণ মন্ত্র
ওঁ অপবিত্র পবিত্র বা সব্বাবস্তাং গতোহপি বা। যঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তরঃ শুচি।
ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
পূজার বিভিন্ন মন্ত্র (উপচার প্রদান)
- **প্রার্থনা মন্ত্র:** ‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’
- **গায়ত্রী মন্ত্র:** ওঁ কালিকায়ৈ বিদ্মহে শশ্মানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ।
- **পঞ্চফল প্রদান:** ‘ওঁ নমঃ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।’
- **পুষ্প প্রদান:** ‘এষ গন্ধপুষ্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ’
- **কর্পূর প্রদান:** ‘ওঁ নমঃ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম সমর্পয়ামি।’
- **দুধ স্নানাদি প্রদান:** ‘ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম সমর্পয়ামি।’
পুষ্পাঞ্জলি মন্ত্র (তিনবার অঞ্জলি)
১. প্রথম অঞ্জলি
ওঁ নমঃ কালি কালি মহাকালি কালিকে পাপহারিনি, ধর্ম্মকামপ্রদে দেখি নারায়ণী নমোহস্তুতে।
মহিষাঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী, আয়ুরোগয় বিজয়ং দেহি দেবী নমস্তুতে।।
**অঞ্জলি প্রদান:** এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
২. দ্বিতীয় অঞ্জলি
ওঁ নমঃ সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে, উমে ব্রক্ষাণি কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে।
ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে, কালকৃৎ কৌশিকী ত্বং হি কাত্যায়নী নমোহস্তুতে।।
**অঞ্জলি প্রদান:** এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
৩. তৃতীয় অঞ্জলি
ওঁ নমঃ প্রচন্ডে পুত্রদে নিত্য সুপ্রীতে সুরনায়িকে, কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোহস্তুতে।
সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুনাশ্রয়ে গুনময়ে নারায়ণী নমোহস্তুতে।।
**অঞ্জলি প্রদান:** এষ সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণাকালিকায়ৈ নমঃ।।
প্রণাম মন্ত্র
নমঃ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। ধর্ম্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমোহস্তুতে।।
সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে। শরণ্যে ত্রম্বকেগৌরি নারায়ণী নমোহস্তুতে।।
জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী, দূর্গাশিবা সমাধ্যাতীসাহা সুধা নমস্তুতে।
জপ ও ধ্যান মন্ত্র
জপের মূল মন্ত্র (১০৮ বার)
ওঁ নমঃ ক্রীং কাল্ল্যৈ নমঃ।
ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং দক্ষিণ কালিকে ক্রীং ক্রীং ক্রীং হুং হুং হুং স্বাহা।
ওঁ নমঃ গুহ্যাতিগুহ্য গোপ্তৃীং ত্বং গৃহানস্মতং কৃতং জপো, সিদ্ধির্ভবতু মে দেবি তৎ প্রসাদৎ সুরেশ্বরী।।
ধ্যান মন্ত্র (মা কালীর স্বরূপ)
ওঁ নমঃ শবারুঢ়াং মহাভীমাং ঘোরদংস্ট্রাং বরপ্রদাম্। হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্তৃকাকরাম্।।
মুক্তকেশীং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহু। চতুর্ব্বাহু যুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ।।
অপরাধ ক্ষমা প্রার্থনা
ওঁ নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ ভবেৎ। পুরনং ভবতু যৎ সর্ব, তৎ প্রসাদৎ সুরেশ্বরী।।