শ্রী হনুমান চালীসা

শ্রী হনুমান চালীসা

পবনপুত্র হনুমানকে समर्पित ভক্তিমূলক স্তোত্র

ভূমিকা

শ্রী হনুমান চালীসা, গোস্বামী তুলসীদাস দ্বারা রচিত একটি ভক্তিমূলক স্তোত্র। এতে চল্লিশটি চৌপাঈ রয়েছে, যা ভগবান হনুমানের বীরত্ব, ভক্তি এবং শ্রীরামের প্রতি তাঁর সমর্পণের গুণগান করে। এটি অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় প্রার্থনা, যার নিয়মিত পাঠ ভক্তদের শক্তি, সাহস এবং আধ্যাত্মিক শান্তি প্রদান করে।

সম্পূর্ণ পাঠ

॥ দোহা ॥

শ্রীগুরু চরণ সরোজ রজ, নিজ মনু মুকুরু সুধারি।

বরণऊं রঘুবর বিমল জসু, জো দাষকু ফল চারি॥

বুদ্ধিহীন তনু জানিকে, সুমিরौं পবন-কুমার।

বল বুদ্ধি বিদ্যা দেহু মোহিঁ, হরহু কলেস বিকার॥

॥ চৌপাঈ ॥

জয় হনুমান জ্ঞান গুণ সাগর। জয় কপীস তিহুং লোক উজাগর॥

রামদূত অতুলিত বল ধামা। অঞ্জনি-পুত্র পবনসুত নামা॥

মহাবীর বিক্রম बजरংগী। কুমতি নিবার সুমতি কে সংগী॥

কংচন বরণ বিরাজ সুবেসা। কানন কুংডল কুংচিত केसा॥

হাথ বজ্র ঔ ধ্বজা বিরাজৈ। কাংধে মূংজ জনেঊ সাজৈ॥

সংকর সুবন কেসरीनংদন। তেজ প্রতাপ মহা জগ বংদন॥

বিদ্যাবান গুণী অতি চাতুর। রাম কাজ করিবে কো আতুর॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া। রাম লখন সীতা মন বসিয়া॥

সূক্ষ্ম রূপ ধরি সিয়হিঁ দিখাবা। বিকট রূপ ধরি লংক জরাবা॥

ভীম রূপ ধরি অসুর সংহারে। রামচংদ্র কে কাজ সংবারে॥

লায় সংজীবন লখন জিয়ায়ে। শ্রীরঘুবীর হরষি উর লায়ে॥

রঘুপতি কীন্হী বহুত বডায়ী। তুম মম প্রিয় ভরতহি সম ভাই॥

সহস বদন তুম্হরো জস গাবৈঁ। অস কহি শ্রীপতি কংঠ লগাবৈঁ॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীসা। নারদ সারদ সহিত অহীসা॥

জম কুবের দিগপাল জহাং তে। কবি কোবিদ কহি সকে কহাং তে॥

তুম উপকার সুগ্রীবহিঁ কীন্হা। রাম মিলায় রাজ পদ দীন্হা॥

তুম্হরো মন্ত্র বিভীষণ মানা। লংকেশ্বর ভয়ে সব জগ জানা॥

যুগ সহস্র জোজন পর ভানূ। লীল্যো তাহি মধুর ফল জানূ॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহীং। জলধি লাংঘি গয়ে অচরজ নাহীং॥

দুর্গম কাজ জগত কে জেতে। সুগম অনুগ্রহ তুম্হরে তেতে॥

রাম দুআরে তুম রখবারে। হোত ন আজ্ঞা বিনু পৈসারে॥

সব সুখ লহৈ তুম্হারী শরণা। তুম রক্ষক কহু কো ডর না॥

আপন তেজ সম্হারো আপৈ। তীনোং লোক হাংক তেং কাংপৈ॥

ভূত পিসাচ নিকট নহিঁ আবৈ। মহাবীর জব নাম সুণাবৈ॥

নাসৈ রোগ হরৈ সব পীরা। জপত নিরংতর हनुमत बीरा॥

সংকট তেং হনুমান ছুডাবৈ। মন ক্রম বচন ধ্যান জো লাবৈ॥

সব পর রাম তপস্বী রাজা। তিন কে কাজ সকল তুম সাজা॥

ঔর মনোরথ জো কোই লাবৈ। সোই অমিত জীবন ফল পাবৈ॥

চারোং যুগ পরতাপ তুম্হারা। হৈ পরসিদ্ধ জগত উজিযারা॥

সাধু-সংত কে তুম রখবারে। অসুর নিকংদন রাম দুলারে॥

অষ্ট সিদ্ধি নৌ নিধি কে দাতা। অস বর দীন জানকী মাতা॥

রাম রসায়ন তুম্হরে পাসা। সদা রহো রঘুপতি কে দাসা॥

তুম্হরে ভজন রাম কো পাবৈ। জনম-জনম কে দুখ বিসরাবৈ॥

অংত কাল রঘুবর পুর জাই। জহাং জন্ম হরি-ভক্ত কহাই॥

ঔর দেবতা চিত্ত ন ধরঈ। হনুমত সেই সর্ব সুখ করঈ॥

সংকট কটৈ মিটৈ সব পীরা। জো সুমিরৈ হনুমত বলবীরা॥

জৈ জৈ জৈ হনুমান গোসাঈং। কৃপা করহু গুরুদেব কী নাঈং॥

জো সত বার পাঠ কর কোঈ। چھوٹহি বংদি মহা সুখ হোঈ॥

জো যহ পঢৈ হনুমান চালীসা। হোয় সিদ্ধি সাখী গৌরীসা॥

তুলসীদাস সদা হরি চেরা। কীজৈ নাথ হৃদয় মহং ডেরা॥

॥ দোহা ॥

পবনতনয় সংকট হরণ, মংগল মূরতি রূপ।

রাম লখন সীতা সহিত, হৃদয় বসহু সুর ভূপ॥

হনুমান চালীসা পাঠের লাভ

ভয় ও সংকট থেকে মুক্তি: এর নিয়মিত পাঠে সকল প্রকার ভয়, নেতিবাচক শক্তি এবং সংকট থেকে রক্ষা পাওয়া যায়।

আত্মবল ও সাহসের বৃদ্ধি: এটি আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বাড়ায়, যা চ্যালেঞ্জ মোকাবেলার সাহস যোগায়।

মানসিক শান্তি: এর জপ মানসিক চাপ, দুশ্চিন্তা এবং মানসিক বিকার দূর করে মনকে শান্তি প্রদান করে।

আরোগ্য ও স্বাস্থ্য লাভ: 'নাসৈ রোগ হরৈ সব পীরা' - এই চৌপাঈ শারীরিক এবং মানসিক রোগ দূর করতে সহায়ক।