
শান্তনু ঠাকুরের সই করা নথি ভাইরাল, গোমাংস রপ্তানি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে
✍️ Gautom sharma বাংলাদেশ সীমান্ত দিয়ে গোমাংস রপ্তানি ইস্যুতে ফের উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের অফিসিয়াল প্যাডে সই করা একটি নথি প্রমাণ করছে যে সীমান্ত দিয়ে গোমাংস পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছাড়পত্র ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক। দলীয় মুখপাত্র সুদীপ রাহা প্রথমে এই নথিটি প্রকাশ্যে আনেন। তিনি পোস্টে লেখেন, “গরুর নামে ভোটের সময় হইচই, ধর্মীয় বিভাজন– এসব করে বিজেপির আসল চরিত্র দেখুন! কেন্দ্রীয় মন্ত্রীর সই করা নথিতেই গোমাংস রপ্তানির অনুমতি।” এরপর রাজ্য তৃণমূল নেতৃত্বও সরব হয়। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সেই ছাড়পত্র শেয়ার করে তিনটি প্রশ্ন তোলেন— চিঠিটি আসল না নকল? যদি আসল হয়, তাহলে বিজেপির মন্ত্রী কেন গোমাংস রপ্তানির অনুমতি দিলেন? বিএসএফকে নির্দেশ দেওয়ার ক্ষমতা তাঁর কীভাবে এল? তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকারই গোপনে সীমান্তে গোমাংস পাচারের সঙ্গে যুক্ত, অথচ প্রকাশ্যে এ বিষয়ে তীব্র বিরোধিতা করে ভোটের রাজনীতি করছে। রাজনৈতিক প্রেক্ষাপট বাংলার সীমান্তে গোমাংস পাচার নিয়ে বহুবার কড়া মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে রাজ্যের প্রশাসনকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রীর স্বাক্ষরিত নথি ঘিরে বিজেপি নেতাদের বিরুদ্ধেই পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল।