
সস্ত্রীক রামমন্দিরে পুজো দিলেন ভুটানের প্রধানমন্ত্রী
✍️ Gautom sharma অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে এবার দর্শনার্থী হিসেবে হাজির হলেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং টোবগে। শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি রামলালার দর্শন করেন এবং শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। শ্রীরাম দরবার পরিদর্শন, জলাভিষেক এবং কুবের টিলায় মহাদেবের আরতি দিয়েও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (পূর্বতন টুইটার)-এ টোবগের রামমন্দির দর্শনের একাধিক ছবি পোস্ট করেছেন। তিনি লেখেন, “অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরে প্রধানমন্ত্রী টোবগে এবং তার স্ত্রীকে প্রার্থনা করতে দেখে দারুণ লাগছে। প্রভু শ্রী রামের আদর্শ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি এবং অনুপ্রেরণা জোগায়।” কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক বার্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদির এই পোস্টে একসঙ্গে কূটনৈতিক সৌজন্য এবং রাজনৈতিক বার্তা রয়েছে। ভুটানের প্রতি সৌহার্দ্য প্রদর্শনের পাশাপাশি বিহার বিধানসভা নির্বাচনের আগে রামমন্দির প্রসঙ্গ উসকে হিন্দু আবেগ জাগ্রত করতেও এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে মত তাঁদের। রামমন্দির পর্যটন কেন্দ্র কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ প্রশাসনের উদ্যোগে অযোধ্যার রামমন্দির ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পর্যটক রামলালার দর্শনে আসছেন। এবার সেই তালিকায় ভুটানের প্রধানমন্ত্রীর নাম যুক্ত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।