
হাই কোর্টে খারিজ, জামিনের আশায় এবার সুপ্রিম কোর্টে সার্জিল ইমাম
✍️ Gautom sharma ২০২০ সালের দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সার্জিল ইমাম এবার জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। গত ২ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি শীর্ষ আদালতে আবেদন জমা দিয়েছেন। তবে এখনও তাঁর আবেদনের শুনানির তারিখ নির্ধারিত হয়নি। মামলার পটভূমি সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বিরোধী আন্দোলন চলাকালীন হিংসার ঘটনায় ২০২০ সালে সার্জিল ইমামকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়। এরপর থেকে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবারই তা খারিজ হয়েছে। সম্প্রতি দিল্লি হাই কোর্ট কেবল সার্জিল ইমাম নয়, উমর খালিদ, আতহার খান, খালিদ সাইফি, মহম্মদ সেলিম খান, শিফা-উর-রহমান, মিরান হায়দার, গলফিশা ফাতিমা এবং শাদাব আহমেদ-এর জামিনও খারিজ করে দেয়। ২০২০ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে গ্রেপ্তারের পর থেকে তাঁরা পাঁচ বছরেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন। হাই কোর্টের পর্যবেক্ষণ হাই কোর্টের মতে, মামলার প্রাথমিক পর্যায়ে ইমাম ও উমর খালিদের ভূমিকা গুরুতর। আদালত জানিয়েছে, তাঁদের দেওয়া বক্তব্য সাম্প্রদায়িক উসকানিমূলক ছিল, যা সিএএ-বিরোধী আন্দোলনকে হিংসার দিকে ঠেলে দিয়েছিল বলে পুলিশের দাবি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লিতে সংঘটিত হিংসায় প্রাণ হারান ৫৩ জন। এই ঘটনায় উমর খালিদকেও মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়।